সিএএ বিরোধী হিংসাত্মক আন্দোলনকে কঠোর হাতে দমন করে কদিন ধরেই শিরোনামে ছিল যোগী শাসিত রাজ্য উত্তরপ্রদেশ। এবার সেই যোগীরাজ্যেই ব্যান হতে পারে কট্টর ইসলামী সংগঠন পপুলার ফ্রণ্ট অফ ইণ্ডিয়া বা সংক্ষেপে পিএফআই। সঙ্গে বাদ যাবে না তাদের রাজনৈতিক শাখা সোশাল ডেমোক্রেটিক পার্টি অফ ইণ্ডিয়া বা এসডিপিআই।সিএএ পাশ হওয়ার পরই দেশের কোণায় কোণায় ছড়িয়েছিল হিংসাত্মক আন্দোলন। বাদ ছিলনা এ রাজ্যও ।
রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাত্মক আন্দোলনে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছিল একাংশের দুস্কৃতিদের বিরুদ্ধে।
তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পত্তি নষ্টেরও অভিযোগ ওঠে। অন্যদিকে দক্ষিণের কেরালাতেও অভিযোগ ওঠে হিংসায় মদত দেওয়ার। এক পিএফআই নেতা মন্তব্য করেন, সিএএর জন্য মুসলিমরা ভয় পাননা।
বরং ভয় পাওয়া উচিত অমিত শাহর। যোগীর রাজ্য উত্তরপ্রদেশেও হিংসাত্মক অন্দোলন হয়। নষ্ট হয় সরকারি সম্পত্তি। তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর হয়ে হিংসা নিয়ন্ত্রনে আনে ।
বাজেয়াপ্ত করা হয় দাঙ্গাকারীদের সম্পত্তি। অন্যদিকে মধ্যপ্রদেশের জব্বলপুরে হিংসায় সরাসরি অভিযোগ ওঠে পিএফআইয়ের বিরুদ্ধে। এক পিএফআই নেতার বিরুদ্ধে সরাসরি দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ ওঠে। এবারে সেই পিএফআই এবং এসডিপিআইকে নিষিদ্ধ করতে পারে যোগী আদিত্যনাথের সরকার বলে সূত্রের খবর। এখনও অবধি শুধুমাত্র ঝাড়খণ্ডেই সংগঠনদুটির উপর নিষেধাজ্ঞা রয়েছে তালিকায় এবার যোগ হতে পারে উত্তরপ্রদেশও ।