পেট্রোল , ডিজেলের দাম ক্রমাগত বাড়তে শুরু করেছে ভারতের বাজারে। সৌদি আরবে তেলের ভাণ্ডারে ড্রোন হালার পর থেকেই বিশ্ববাজারে ক্রমাগত অগ্নিমূল্য হতে শুরু করেছে জ্বালানির দাম। বিশ্বজুড়ে ইতিমধ্যেই, ১৯ শতাংশ বাড়তে শুরু করেছে তেলের দাম। ইতিমধ্যেই ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে।
পেট্রোলের দাম ভারতের বাজরে কলকাতা, মুম্বই, নয়ডা সহ একাধিক জায়গায় ভারতের বাজারে পেট্রোলের দাম বাড়তে থাকে। গড়ে লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ছে ২১-২৮ পয়সা। যার প্রভাব ভারতের বিভিন্ন শহরে পড়তে শুরু করেছে। দিল্লিতে পেট্রোলের দাম রবিবার ছিল ৭৩.৬২ টাকা লিটার প্রতি।
ডিজেলের দাম ভারতের বাজারে গত কয়েকদিন ক্রমাগত উর্ধ্বগামী ডিজেলের দাম। মুম্বই, কলকাতা, চেন্নাইয়ে এদিনও ২১-২৮ টাকা করে বেড়েছে ডিজেলের দাম। নয়ডায় এদিন ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৫.২১ টাকা ।