একেই গ্রীষ্মের দাবদাহ। তার উপরে আবার চুপিসাড়ে বাড়তে থাকে বিদ্যুতের দাম। সব মিলিয়ে কলকাতার বাসিন্দাদের ঘাম ঝরাতে এক ইঞ্চিও ছাড়ল না। সিইএসসি-এর সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এই তথ্য আবার বিরোধী দলনেতা সেই তথ্য শেয়ার করলেন।
শুভেন্দু অধিকারী টুইটটি করেন বুধবারে। এই টুইটে তিনি প্রকাশ করে সিইএসসি-এর প্রতি ইউনিট বিদ্যুত দরের তালিকা। এই টুইট অনুযায়ী, ইউনিটপিছু প্রতি স্তরে কলকাতায় প্রায় ৩০ পয়সা করে দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে বিদ্যুতের দর ৪.৮৯ টাকা প্রতি ইউনিট ছিল। সেখানে বর্তমানে ৫.১৮ টাকা হয়ে গেছে।
শুভেন্দু অধিকারী টুইটটি করেন বুধবারে। এই টুইটে তিনি প্রকাশ করে সিইএসসি-এর প্রতি ইউনিট বিদ্যুত দরের তালিকা। এই টুইট অনুযায়ী, ইউনিটপিছু প্রতি স্তরে কলকাতায় প্রায় ৩০ পয়সা করে দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে বিদ্যুতের দর ৪.৮৯ টাকা প্রতি ইউনিট ছিল। সেখানে বর্তমানে ৫.১৮ টাকা হয়ে গেছে।