পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষক নিয়োগ হোক বা গ্রুপ-ডি নিয়োগ, কোনোকিছুর সঙ্গেই তাঁর জড়িত থাকার কোথা নয়। কিন্তু, যতবারই এই জাতীয় দুর্নীতি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে পৌঁছেছে, ততবারই পার্থর নাম জড়িয়েছে। এবার, এমন কিছু নথি পাওয়া গেল পার্থর বাড়িতে, যা তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির মামলাকে আরও মজবুত করে দিল।
উল্লেখ্য, বিগত শুক্রবারে পার্থর বাড়িতে প্রবেশ করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। একটানা প্রায় ২৭ ঘণ্টা ধরে জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আর এইসবের মাঝেই তাঁর বাড়িতে, তাঁর অফিসে চলতে থাকে তল্লাশিও। এই তল্লাশির জেরেই, পার্থর বাড়িতে পাওয়া গেল গ্রুপ-ডি এর নিয়োগ সংক্রান্ত নথি। যা এবার তাঁর উপরে গ্রুপ-ডি’তে ভুয়ো নিয়োগের অভিযোগ তুলল।
পার্থর বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয় প্রার্থীদের নামের তালিকা, অ্যাডমিট কার্ড ও রেজাল্ট। এই সমস্ত নথিই গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত জানা গেছে। গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতির ব্যাপারে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি দাব করেছিলেন, গ্রুপ-ডি এর নিয়োগ প্রক্রিয়ার তাঁর ক্ষমতার এখতিয়ারে নেই। এই অবস্থায় তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়ার নথি তাঁর দিকেই আবার দুর্নীতি সম্পর্কিত অভিযোগের আঙুল তুলল। কারণ, তাঁর বাড়ি থেকে পাওয়া গেছে ২০১৬ সালের গ্রুপ-ডি সংক্রান্ত চূড়ান্ত ফলাফলের খসড়া ও অ্যাডমিট কার্ড।
2022-07-24