বহুকাল দেশের অন্যান্য রাজ্যের মানুষ জম্মু ও কাশ্মীরে জায়গা কিনতে পারতেন না। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা কার্যকরী হওয়ার কারণে তাঁদের কাছে জায়গা কেনার অধিকার ছিল না। কিন্তু, ২০১৯ সালে অবশেষে জম্মু ও কাশ্মীরে ওপরে কার্যকরী হওয়া দুই ধারা অবলুপ্তি হয়। এরপরে, ঠিক কতজন মানুষ জম্মু ও কাশ্মীরে গিয়ে জমি কিনেছেন, সেই তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার।
২০১৯ সালে একদিকে যখন জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্ত হয়, তখন তা একইসঙ্গে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়। যার ফলে, জম্মু ও কাশ্মীরে জায়গা কেনার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি থাকল না এবং সাধারণ মানুষ জায়গা কিনতে শুরু করলেন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এযাবৎ মোট ৩৪ জন জম্মু ও কাশ্মীরে জমি কিনেছে।
উল্লিখিত দুই ধারা রদ হওয়ার আগে বিজেপির তরফে দাবি করা হয়েছিল যে, ধারা দুটি রদ হলে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিতে বদল আসবে, উন্নয়নের জোয়ার বইবে। সংসদে এই প্রসঙ্গই তলে বসপা। এরপরেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জম্মু ও কাশ্মীরে বাইরে থেকে কতজন জমি কিনেছেন জানান।
2022-03-31