উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে । রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধবঃ॥
করোনা ভাইরাসের (Corona virus) সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউনের (Lockdown) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপরই এই যুদ্ধে সরকারের পাশে থেকে স্বয়ংসেবকদের লড়াই করার নির্দেশ দেন আরএসএসের (RSS) সাধারণ সম্পাদক ভাইয়াজি যোশী। তাঁর তরফে প্রকাশিত একটি বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশবাসীকে রক্ষা করতে করোনা ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে আরএসএস মহামারীর সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিরলস সেবার প্রতি সম্মান জানিয়ে পেমা খান্ডুর টুইটপ্রশাসনকে সমস্ত রকম সাহায্য করবে। দেশজুড়ে চলা ৭০ হাজার শাখার প্রতিটি স্বয়ংসেবককে এই কাজে স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে বলা হয়েছে। আর তা করতে হবে কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলার জন্য যে গাইডলাইন দিয়েছে সেটা মেনেই। গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের সহযোগিতা করার পাশাপাশি তাঁরা যাতে অযথা আতঙ্কিত না হন তারদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।
একই অনুরোধ জানান সংঘপ্রধান ডা. মোহন ভাগবতও (Dr. Mohan Bhagwat)। দেশের এই বিপদের সময় নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আরএসএসের (RSS) সহ-সরকার্যবহ ডা. কৃষ্ণগোপাল (Dr. Krishnagopal) স্বয়ংসেবকদের স্থানীয় শ্রমিক, পড়ুয়া বয়স্ক মানুষদের বাড়িতে খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
১৯২৫ সালে সংগঠন তৈরির পর থেকে যে পথে হাঁটা শুরু হয়েছিল। আজ ৯৫ বছর বাদেও সেই একই পথে হাঁটছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে কাঁপছে তখন প্রচারের আলো থেকে অনেক দূরত্ব বজায় রেখে চুপচাপ কাজ করে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে থাকা আরএসএসের স্বয়ংসেবকরা। উত্তর থেকে দক্ষিণ , পূর্ব থেকে পশ্চিম সর্বত্র তাঁরা মাতৃভূমির জন্য নিজেদের উৎসর্গ করে চলেছেন। শ্রদ্ধেয় পেমা খান্ডুও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই নিরলস কর্মের প্রতি সম্মান জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন , এই ভীষণ কালবেলায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ উত্তরপূর্বের মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। covid 19 এর ব্যাপক মহামারীর সময় উত্তরপূর্বের রাজ্য গুলি ব্যাপক ভাবে সাহায্য পেয়েছে ।ধন্যবাদ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে এই ভীষন বিপদের দিনে পাশে থাকার জন্য।
সমুৎকর্ষনিঃশ্রেয়সস্যৈকমুগ্রম্
পরং সাধনং নাম বীরব্রতম্
তদন্তঃ স্ফুরত্বক্ষয়া ধ্যেয়নিষ্ঠা
হৃদন্তঃ প্রজাগর্তু তীব্রাঽনিশম্
বিজেত্রী চ নঃ সংহতা কার্যশক্তির্
বিধায়াস্য ধর্মস্য সংরক্ষণম্
পরং বৈভবং নেতুমেতঽ স্বরাষ্ট্রম্
সমর্থা ভবত্বাশিষা তে ভৃশম্।।