ভারতের সর্বকালের সেরা প্রফেশনাল ফুটবলার গোষ্ঠ বিহারী পালের আজ জন্মদিন। ১৮৯৬ সালের আজকের দিনে (২০ শে আগষ্ট) তাঁর জন্ম। ভারতীয় জাতীয় ফুটবল দলের তিনি অধিনায়ক হয়েছিলেন। বিগত শতকের কুড়ি এবং তিরিশের দশকে তিনি পায়ে ফুটবলে নিয়ে ‘যাদু’ দেখাতেন। বাঙালির ফুটবল-উন্মাদনার শুরুও গোষ্ঠ পালকে কেন্দ্র করে। খেলার মাধ্যমেও যে জাতীয়তাবাদের প্রকাশ ঘটানো যায়, দেশপ্রেমে সম্পৃক্ত হওয়া যায়, ব্রিটিশ শাসনে তা করে দেখিয়েছেন এই খেলোয়াড়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৯৬ সালে ভারতীয় ডাকবিভাগ তিনটাকা দামের একটি ডাকটিকিট প্রকাশ করে। প্রস্তুত আলোচনায় রইলো সেই ডাকটিকিট ও তার প্রথম দিনের আবরণী (First day cover)–র ছবি। ১৯৭৬ সালের ৮ ই এপ্রিল তিনি প্রয়াত হন।
কচ