আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের স্কুলগুলিতে পাশ ফেল ফেরার সম্ভাবনা।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। প্রস্তাব মন্ত্রিসভায় পেশ হবে। সব ঠিক থাকলে আগামী জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হতে পারে। রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী, বাম আমলে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়।
সম্প্রতি সেই আইন সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। সংশোধিত আইন অনুযায়ী, কোনও রাজ্য যদি পাশ ফেল প্রথা ফিরিয়ে আনতে চায় তাহলে সেই রাজ্যকে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে পাশ ফেল ফিরিয়ে আনতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)।
এদিকে বেশিরভাগ রাজ্যই ইতিমধ্যেই পাশ ফেল ফিরিয়ে আনার পক্ষে। বেশ কয়েকটি রাজ্যে শুরুও হয়েছে এই প্রথা।
উল্লেখযোগ্যভাবে এই আইন সংশোধন করার বিষয়ে কেন্দ্রের পক্ষেই মত দিয়েছে পশ্চিমবঙ্গ। তারপরেই এ বিষয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গেও কথা বলেছে সরকার।
প্রসঙ্গত, যে পড়ুয়া পঞ্চম বা অষ্টম শ্রেণিতে ফেল করবে তাঁকে সংশোধন করার জন্য অতিরিক্ত ক্লাস দেওয়া হবে, যাতে সে সহজেই ক্লাসের অন্যান্য পড়ুয়াদের মতোই নতুন ক্লাসে উঠতে পারে।