জোরে গান বাজানো এবং শিশুদের পোলিও ড্রপ খাওয়ানোর ওপর কোপ পড়ল পাকিস্তানি তালিবানের৷ সংবাদ সূত্রের খবর অনুযায়ী, উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানি তালিবানরা স্পষ্ট জানিয়ে দেয়, যেমন জোরে গান বাজানো যাবে না, তেমনই শিশুদের পোলিও খাওয়ানোও যাবে না৷
মীরামশাহে তেহরিক-ই-তালিবান-পাকিস্তান এই বার্তা একটি পৃষ্ঠাতে উর্দুতে ছাপানো হয়েছে৷
বুধবার মহিলাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, তারা যেন পুরুষ ছাড়া বাড়ির বাইরে পা না রাখে৷ তারা বার্তায় স্পষ্ট জানিয়ে দেয়, এর আগেও এই ধরণের বার্তা দেওয়া হয়েছিল৷ কিন্তু অনেকেই শোনেনি৷ কিন্তু এবার কথার খেলাপ করলে তালিবান কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না৷
এদিকে, পোলিও কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, শিশুদের আঙুলে চিহ্ন দিতে পারেন কিন্তু তাদের ড্রপ খাওয়ানো যাবে না৷ এই বার্তাতেই মহিলাদের প্রসঙ্গও টেনে আনা হয়৷ এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তারা যেন একা বাড়ির বাইরে বের হওয়ার চেষ্টা না করে৷ বাড়ির বাইরে পা রাখার প্রয়োজন হলে অবশ্যই বাড়ির পুরুষ সদস্যকে তার সঙ্গে থাকতে হবে৷ এই সব নির্দেশের অমান্য হলে তালিবানরা যে উচিত জবাব দেবে, তেমনই হুঁশিয়ারি দিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর৷
বার্তার শেষে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রতি তিনজনে একজন করে মুজাহিদিনের গুপ্তচর রয়েছে৷ কেউ যেন না ভাবে যে তালিবানদের কাছে কোনও খবর আসবে না৷ নির্দেশ না মানলে খারাপ ফলাফলের জন্য প্রস্তুত থাকতে হবে৷