জম্মু (Jammu) ও কাশ্মীর (Kashmir) পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ পাকিস্তানের (Pakistan) গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে কাজ করার অভিযোগে জম্মু শহরের নারওয়াল ফল-সবজি বাজার থেকে পঙ্কজ শর্মা (Pankaj Sharma) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি জম্মু, সাম্বা ও কাঠুয়ায় সুরক্ষা বাহিনীর অবস্থান, তাদের চলাফেরার এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থের বিনিময়ে প্রেরণ করতেন ।
পুলিশ তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট সিলও করেছে। সূত্রের খবর, পঙ্কজ শর্মা (Pankaj Sharma) নারওয়াল মান্ডির (Narwal Mandi) একটি সেনানিবাসে কাজ করতো। ধারণা করা হচ্ছে তার যোগসূত্র কাশ্মীর থেকে মান্ডিতে আসা ট্রাক মারফত স্থান বদলানো ওজি কর্মীদের সম্পর্ক থাকতে পারে। সে সাম্বা জেলার তারোরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় অবাক করা তথ্য সামনে আসে। জিজ্ঞাসাবাদে পঙ্কজ স্বীকার করেছে যে সে গত কয়েক বছর ধরে পাকিস্তানি এজেন্ট হিসাবে কাজ করছিলো ।
অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতে সক্ষম হয় সে। হাইওয়ের ব্রিজের অবস্থান এবং আরও অনেক ধরণের তথ্য প্রেরণ করেছে চর হিসেবে। তার বদলে তাকে মোটা টাকা দেওয়া হয়। পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ একটি ওজি (OG) কর্মীর সন্ধানে বাথিন্ডি এলাকায় একটি অভিযান চালায়। তবে তাকে ধরা যায় নি ।