পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের টানাপড়েন এর পর, সুরক্ষার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার রাশিয়া দ্বারা নির্মিত 464 T-90 ট্যাঙ্ক কেনার অনুমতি দিয়ে দিয়েছে। ১৩,৫০০ কোটি টাকার এই প্রতিরক্ষা চুক্তিতে রাশিয়া দ্বারা নির্মিত T-90 ভারতে আসতে চলেছে।
এই চুক্তির পর রাশিয়া থেকে আনা এই ট্যাঙ্ক গুলোকে ভারত পাকিস্তানের লাগোয়াবর্তী সিমানায় মোতায়েন করবে। খুব শীঘ্রই ভারতীয় সেনায় নিযুক্ত হতে যাওয়া এই ট্যাঙ্ক ভারতীয় সেনার শক্তি দ্বিগুণ করে দেবে। আরেকদিকে সোমবার ভারতীয় সেনায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো স্বদেশী বোফোর্স ধনুশ তোপকে নিযুক্ত করা হয়েছে।
সূত্র থেকে জানা যায় যে, ভারত রাশিয়ার থেকে ৪৬৪ টি ট্যাঙ্ক কিনতে চলেছে। ১৪ ই ফেব্রুয়ারি সিআরপিএফ এর কনভয়ে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বেড়েছে। ভারতের এই নতুন চুক্তির ফলে সেনার কাছে ট্যাঙ্কের সংখ্যা বেড়ে প্রায় ২০০০ এর মত হতে চলেছে। ভারতের কাছে আপাতত T-72 আর T-55 ট্যাঙ্ক আছে।
ভারতীয় সেনা অর্জুন মার্ক-১ এর দুটি রেজিমেন্ট আগাগোড়াই মোতায়েন করে রাখে। ভারতের অস্ত্র দিয়ে সুসজ্জিত রেজিমেন্টে মুখ্য রুপে টি-৯০, টি-৭২ আর অর্জুন ট্যাঙ্ক যুক্ত আছে। ভারতের দেখাদেখি পাকিস্তানও তাঁদের সুরক্ষা প্রণালি মজবুত করার প্রক্রিয়া শুরু করেছে। ভারতীয় স্থল সেনায় আনুমানিক ৬৭ টি Armored রেজিমেন্টের তুলনায়, পাকিস্তানের কাছে ৫১ টি Armored রেজিমেন্ট আছে।