বছর এশিয়া কাপ আয়োজনের স্থান অনেকটাই নিজের দেশে করার পক্ষে এগিয়ে গেছিল পাকিস্তান। শেষ মুহুর্তে গিয়ে আর হলনা শেষরক্ষা। সে দেশে থেকে সরিয়ে নেওয়া হল এশিয়া কাপ। কারণ হিসেবে মনে করা হচ্ছে ভারতীয় টিমের সদস্যদের সে দেশে না যেতো চাওয়াকেই ।
অস্ট্রেলিয়াতে আয়োজিত ওয়ার্ল্ড টি টোয়েন্টির ঠিক এক মাস আগের এই টুর্নামেন্টের বিকল্প জায়গা খোঁজার কাজও শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর। শ্রীলঙ্কা, বাংলাদেশ বা দুবাই এই তিনটি জায়গার মধ্যে যে কোনো একটিতে হতে পারে এই প্রতিযোগীতা বলে জানা গেছে ।
পাকিস্তান শেষবারের মত এশিয়া কাপ আয়োজন করেছিল ২০০৮ য়ে। ২০১৮ তে এশিয়া কাপের স্থল ছিল দুবাই. যেবার ভারত চ্যাম্পিয়ন হয়। ভারত পরপর দুবার এশিয়া কাপের খেতাব জেতে তারপর থেকে ।