পাকিস্তানীদের মনে নরেন্দ্র মোদীর ভয় আছে নাকি মোদী প্রেম আছে সেটা বলা মুশকিল। কিন্তু এটা সত্য যে পাকিস্তানীরা নরেন্দ্র মোদীকে ফলো করার জন্য কোনো রকম সুযোগ হাতছাড়া করে না। ভারতে লোকসভা নির্বাচন শেষ হতেই রবিবার মিডিয়া হাউসগুলি তাদের এক্সিট পোল নিয়ে হাজির হয়ে গেছে। নরেন্দ্র মোদীর উপর স্বাভাবিক ভাবেই ভারতীয়দের কড়া নজর ছিল। কিন্তু একইসাথে এক্সিট পোলের উপর পাকিস্তানিদের নজরও টিকে ছিল।
পাকিস্তানে নরেন্দ্র মোদী জিতেছে নাকি হারছে তার উপর নজর ছিল পাকিস্তানিদের। বিগত ২৪ ঘন্টার গুগল রিপোর্টের উপর লক্ষ করলে পাকিস্তানের নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধীর তুলনায় ৬ গুন বেশি সার্চ করা হয়েছে। গুগলে নরেন্দ্র মোদীকে ৮৭% এবং রাহুল গান্ধীকে ১৩% পাকিস্তানি সার্চ করেছিল। গুগলের তথ্য অনুযায়ী, ১৯ তারিখ থেকে শুরু করে নরেন্দ্র মোদী ওয়ার্ডের উপর সবথেকে বেশি সার্চ করা হয়েছে।
নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী কি ওয়ার্ড সবথেকে বেশি ভারত,বাংলাদেশ, কানাডা, আমেরিকাতে সার্চ করা হয়েছে। পাকিস্তান ছাড়াও বাকি দেশগুলিতেও নরেন্দ্র মোদীর নামে বেশি সার্চ করা হয়েছে। এর আগে কখনো ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আন্তর্জাতিক মহলে এত উৎসাহ দেখা যায়নি। মোদী একজন বিশ্বস্তরীয় নেতায় পরিণত হয়েছে সেটা গুগলের এই সার্চ রিপোর্ট দেখলেই বোঝা যায়। ভারতের প্রধানমন্ত্রীর লোকপ্রিয়তা এটা থেকেই আন্দাজ করা যায় যে উনি ৭ টি আন্তর্জাতিক পুরস্কার দ্বারা ভূষিত হয়েছেন। এমনকি হিন্দু শাসক নামে পরিচিত নরেন্দ্র মোদীকে মুসলিম দেশ সৌদি আরবও পুরস্কার দিয়ে ভূষিত করেছে।