পাকিস্তান এবং চিন নিজেদের মধ্যে আঁতাত করে সীমান্তে ভারতকে উত্যক্ত করতে চাইছে।পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং পূর্বে চিন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সীমান্তে অস্থির পরিস্থিতি ও উত্তেজনা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দুই দেশের সঙ্গে ভারতের সাত aহাজার কিলোমিটার বিস্তৃত সীমান্ত রয়েছে। সেখানে প্রায় প্রত্যেক দিন উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। কিন্তু যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তৎপর ভারতীয় সেনাবাহিনী বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বাসযোগ্য এবং দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দৃঢ়তার সঙ্গে চলেছে। এর পাশাপাশি অন্যান্য সমস্ত ক্ষেত্রেও ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে এগিয়ে চলেছে দেশ বলে জানিয়েছেন তিনি। এদিন বর্ডার রোড অর্গানাইজেশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারীর প্রভাব কৃষি, অর্থব্যবস্থা, বাণিজ্য, প্রতিরক্ষার ওপর প্রভাব ফেলেছে।কিন্তু এই প্রতিকূল অবস্থায় দাঁড়িয়েও বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এর সব থেকে বড় উদাহরণ অটল টানেল। বিশ্বের নির্মাণ শিল্পের ইতিহাসে অন্যতম অসাধারণ এবং উৎকৃষ্ট নির্মাণ হচ্ছে অটল টানেল। এই টানেলের মাধ্যমে দেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জনজীবন কেউ আরো উন্নততর করে তুলবে। দেশের দুর্গম সীমান্তবর্তী এলাকাগুলিতে টানেল এবং অন্যান্য সড়ক নির্মাণের মাধ্যমে সংযোগ স্থাপন করা সরকারের দূরদর্শিতার চিহ্ন বহন করে চলেছে।
2020-10-12