দেশে সম্পূর্ণ ভাবে জঙ্গি দমন করতে হলে পাকিস্তানে অ্যাকশন চালিয়ে যেতে হবে ভারতকে, ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন প্রাক্তন সেনাপ্রধান বিক্রম সিং৷

পুলওয়ামা হামলার পরে ভারতীয় বায়ুসেনার বালাকোটে এয়ারস্ট্রাইকের বিষয়ে তিনি বলেন. এয়ারস্ট্রাইকে কতজন জইশ জঙ্গি মারা গিয়েছে এই নিয়ে কোনও মন্তব্য তিনি করবেন না৷ এই বিষয়ে একদিন সরকার এবং বায়ু সেনা নিশ্চয়ই জানাবে বলে জানান তিনি৷

তিনি বলেন, মৌমাছির চাকে পাথর মারলে ৫ থেকে ৬ বা ২০০ থেকে ৩০০ টি মৌমাছি মরবে৷ তবে যে মৌমাছি উড়ে গিয়েছে তারা ফিরে এসে কামড়াতে পারে৷ তাদের থেকে রক্ষা পেতে হলে মৌমাছির পুরো চাকটিকে পুড়িয়ে ফেলতে হবে৷ তিনি বলেন জঙ্গি দমনের জন্য ভারতকে ‘লঙ্গ টার্ম ‘ পরিকল্পনা করতে হবে৷

এই অনুষ্ঠানে পাকিস্তান সেনাকে আক্রমণ করে ভারতের প্রাক্তন সেনাপ্রধান বলেন পাক সেনাই এই পুরো এপিসোডের খলনায়ক৷ তাই তাদের উপর সবদিক থেকে চাপ সৃষ্টি করতে হবে৷

তিনি আরও জানান, জঙ্গিদের ফান্ডিং, প্রশিক্ষন এবং অস্ত্র পাকিস্তানি সেনা দেয়৷ তাদের উপর চাপ সৃষ্টি না করলে এই মৌমাছিরা এই ভাবেই ক্ষতি করতে থাকবে৷ পাকিস্তানি সেনার আসল চেহারা বিশ্বের সামনে নিয়ে আনার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.