প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনার (PMMVY) আওতায় এবার ভালো সুযোগ সুবিধা পেতে চলেছেন ৩১লক্ষের বেশি অন্তঃস্বত্ত্বা মহিলা এবং স্তন্যদায়ী মায়েরা৷ রাজ্যসভায় এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইউনিয়ন উওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টার মানেকা গান্ধী এই বক্তব্য পেশ করেন৷
তিনি জানান, ২০১৭-১৮ আর্থিক বছরে PMMVY – Common Application Software (PMMVY-CAS)-এর আওতায় ২১লক্ষেরও বেশি জনের নাম তালিকাভুক্ত রয়েছে, তাঁরা এই সুযোগ পাবেন৷
সরকারি কর্মীর পাশাপাশি এই স্কিমের আওতায় গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়েরা ৫,০০০ টাকা পাবেন এবং বাকি টাকা প্রসবের পর জননী সুরক্ষা যোজনার আওতায় পাবেন তাঁরা৷
এর আগে গত জুনেই বলা হযেছিল, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অটল পেনশন যোজনার (APY) সূচণা করেন, তাঁর ভিত্তিতে জনসাধারণ নূন্যতম বিনিয়োগ করে অনেক বেশি টাকা অর্জন করার সুযোগ পেতে পারেন৷
এই প্রকল্পের বিশেষত্ব, সাধারণত অসংগঠিত ক্ষেত্রের ওপর এই পেনশন স্কিমে প্রভাবিত হতে পারবে এবং বিনিয়োগকারীরা খুবই কম পরিমাণ বিনিয়োগ করে সুফল ভোগ করতে পারবে৷ একজন ব্যক্তি (১৮-৪০ বছরের বয়স্ক) মাসে কমপক্ষে ১০০০-৫,০০০টাকা অর্জন করতে পারবেন৷ তবে এই অর্থের পরিমাণ নির্ভর করছে কতটা টাকা বিনিয়োগ করা হচ্ছে এবং কোন বয়সে তা করা হচ্ছে তার ওপর৷
অটল পেনশন যোজনার (APY)-এর ভিত্তিতে তিনটি কিস্তিতে টাকা দেওয়া যাবে, মাসিক, ত্রৈমাসিক এবং ষান্মাষিক৷ অর্থাৎ একজন ব্যক্তি ৮৪টাকা প্রতি মাসে দিলে ৬০ বছর বয়স পর থেকে প্রতি মাসে ২০০০টাকা করে পেতে পারবেন৷ এনএসডিএল ওয়েবসাইটের মতে, এভাবেই ৪২ বছর ধরে বিনিয়োগের পর পেনশন বছরে ২৪,০০০টাকা বাড়িয়ে দেওয়া হবে৷ তবে এর জন্য ব্যাংক অথবা পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে৷
এই APY সাবস্ক্রাইবার ফর্মটি সব ব্যাংকের ক্ষেত্রে অনলাইনেই পাওয়া যাবে৷ গ্রাহকেরা ফর্মটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে তা ব্যাংকে জমা দিয়ে দিতে হবে৷ সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র৷ তবে এই বিনিয়োগের ক্ষেত্রে দেরি হলে অতিরিক্ত অর্থ দিতে হবে ব্যাংকে৷ ১০০ টাকায় ১টাকা, ১০১-৫০০টাকায় ২টাকা, ৫০১-১০০০টাকায় ৫টাকা, ১০০১টাকা থেকে ১০টাকা প্রতি মাসে৷
তবে ছ’মাসে বিনিয়োগকারী টাকা দিতে ব্যর্থ হলে অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হবে৷ ১২মাস পরে তা নিষ্ক্রিয় এবং একবছর পরে সেটি বন্ধ করে দেওয়া হবে