মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ামাত্রই বালি ও পাথর পাচারের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হয়ে গিয়েছে। জানা গেছে, শুক্রবার জলপাইগুড়িতে ওদলাবাড়ি এলাকায় বালি ও পাথর পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে ৮ জন পুলিশ কর্মী গুরুতর জখম হলেন পাচারকারীদের হামলায়। পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে ছয়জনকে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার একটি সাংবাদিক বৈঠকে পুলিশকে বালি ও পাথর পাচারের বিরুদ্ধে অভিযান চালাতে বলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এই পাচার কাণ্ডে যেন কাউকে রেয়াত না করা হয়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পেতেই পুলিশ অভিযান শুরু করে। তারা মালবাজারে ঘিষ নদীতে অভিযান চালায়। সেইখান থেকে একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরই সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। জানা যায়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোঁড়েন। তাতেই ৮ জন পুলিশ কর্মী জখম হন।
বর্তমানে আহত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে। পুলিশ জানিয়েছে, এই সমস্ত এলাকায় বহুদিন ধরেই বেআইনিভাবে পাথর উত্তোলনের কাজ চলছিল। সেই কাজেই পুলিশ বাধা দিয়েছে গ্রামবাসীদের। এদিকে গ্রামবাসীদের বক্তব্য, এই এলাকায় সাধারণ মানুষ পাথর উত্তোলনের ওপর নির্ভরশীল। এতদিন কেউ কিছু বলেনি, তাহলে এখন কেন?
2022-05-01