আলিপুর সেন্ট্রাল জেলে থাকার সময় জেল ওয়ার্ডেনকে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গী মুসা ওরফে মহম্মদ মাসিহিদ্দিন | নিম্ন আদালতে ট্রায়াল চলার সময় মঙ্গলবার তার বিরুদ্ধে বিচরকের দিকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ উঠল নতুন করে |
আদালত সূত্রের খবর, মুসার বিরুদ্ধে ট্রায়াল চলার সময় ওই বিচারক মুসাকে ভর্তসনা করে কিছু কথা বলেন | তার পাল্টা সবার সামনেই পায়ের জুতো খুলে সিটি সেশন কোর্টের মুখ্য বিচারক প্রসেনজিৎ বিশ্বাসের দিকে ছুঁড়ে মারে |
সঙ্গে রাগে চিৎকার করে বলতে থাকে , আমি কোন আদালত মানি না | আমার কছে আল্লাহই আদালত | শুধু আল্লাহ,কোন মানুষ আমার বিচারক নয় | তুমি আমার বিচার করতে পারোনা | প্রসঙ্গত,মিশনারিজ অফ চারিটিতে হামলার ছক কষতে চাওয়া মামলায় দুই জন সাক্ষীর মুখোমুখি করানো হয়েছিল মঙ্গলবার মুসাকে |
সেখানেই এই ঘটনা ঘটে | এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ ইতিমধ্যেই আদালতে মুসার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে | এই ঘটনায় মুসার আইনজীবী তাকে নিরস্ত্র করার চেষ্টা করলেও ব্যর্থ হয় | মুসার ছোঁড়ার জুতো কোর্টরুমে থাকা অন্য এক আইনজীবীর গায়ে লাগে |
পুলিশ সঙ্গে সঙ্গে মুসাকে আদালত কক্ষ থেকে সরিয়ে আদালত লকআপে সরিয়ে নিয়ে যায়| তবে মুসার এই হামলার ঘটনা প্রথম নয় | এর আগে জানুয়ারি মাসে ৪তারিখে প্রেসিডেন্সি সংশোধনাগারের জেলারকে মাথায় আঘাত করে মেরে ফেলার অভিযোগ উঠেছিল এই খতরনাক জঙ্গীর বিরুদ্ধে | মুসাকে জেরা করে এনআইএর তদন্তকারীদের দাবি,আইসিসের কায়দায় কলকাতায় আসা বিদেশিদের খুন করে তার ভিডিও প্রচার করার পরিকল্পনা করেছিল এই জঙ্গী |