সারা দেশে ভোট কর্মীদের জন্য প্রথম অনলাইনে কোর্স চালু করলেন উত্তর কলকাতা জেলা রিটার্নিং অফিসার দিব্যেন্দু সরকার। সোমবার কমিশন অফিসে একথা জানান কমিশনের এই আইএস অফিসার। তিনি জানান, অনেক ক্ষেত্রে কমিশনের স্বল্প সময়ের প্রশিক্ষণে ভোট কর্মীরা সবকিছু শিখে উঠতে পারেন না। তাছাড়া ভোট কর্মীরা নিজের অফিসের কাজের চাপে ভোট প্রক্রিয়ার প্রশিক্ষণ ভুলে যান। এর ফলেই ভোট পরিচালনা করতে অসুবিধেয় পরে ভোটকর্মীরা। সেই অসুবিধে দূর করতে ভোট কর্মীদের জন্য অনলাইনে কোর্স চালু করা হয়েছে, জানান দিব্যেন্দু।
pollstar.deokolkatanorth.in নামের এই ওয়েবসাইটে গিয়ে ভোট কর্মীরা ট্রেনিং করতে পারবেন। মোট সাতটি বিভাগে প্রশিক্ষণ হবে। প্রত্যেকটি বিভাগের প্রশিক্ষণ হওয়ার পর সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে ভোট কর্মীদের। তারপর পরবর্তী ধাপে যেতে পারবেন তাঁরা।
পরীক্ষা মূলক ভাবে প্রথমে উত্তর কলকাতায় অনলাইন এই কোর্সের ব্যবস্থা করছে কমিশন। সফল হলে তারপর গোটা রাজ্যের জন্য এই প্রশিক্ষণ নির্দিষ্ট হবে বলে জানান উত্তর কলকাতা জেলা রিটার্নিং অফিসার।