কদিনের মধ্যেই কমবে দাম, মিশর-তুরস্ক-ইরান থেকে পেঁয়াজ আনছে কেন্দ্র

দুই ভিন্ন চিত্র। একদিকে যখন কর্ণাটকের গদক-এ রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন চাষীরা। অন্যদিকে তখন গোটা দেশে পেঁয়াজের দাম ছুঁয়েছে আকাশ, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বর্তমানে ভোপালে পেঁয়াজ বিকোচ্ছে ৮০-১২০ টাকা কেজিতে।

মোটামুটি একই দাম দিল্লি, কলকাতা, মুম্বই শহরের বাজারগুলিতে। অবশেষে পরিস্থিতি সামলাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দেশে পেঁয়াজের জোগান দিতে তা আমদানি করা হবে ইরান, মিশর, তুরস্ক ও আফগানিস্থানের মতো দেশ থেকে। তবে বিদেশ থেকে পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা ক্ষীণ। কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রক জানিয়েছে, সমস্যার সমাধানে আমদানিকৃত পেঁয়াজ দ্রুত দেশের প্রতিটি রাজ্য পাঠানোরও বন্দোবস্ত হবে।

ইতিমধ্যে ইরান, মিশর, তুরস্ক ও আফগানিস্থানে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিকে পেঁয়াজ পাঠানোর ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আপাতত ৮০ কন্টেনার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পাশাপাশি ন্যাশনাল এগরিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়াকে পেঁয়াজের সরবারহ বাড়াতে  প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। একটি নির্দেশিকায় বলা হয়েছে দিল্লি সরকার, মাদার ডেয়ারি ও সাফাল-এর মতো সংস্থাকে যতটা সম্ভব পেঁয়াজ পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.