আজ পুলওয়ামার বর্ষপূর্তী। নাশকতার সেই দগদগে স্মৃতি আজও রয়ে গিয়েছে প্রত্যেক ভারতীয়ের মনের গভীরে। ২০১৯-র ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ-এ-মহম্মদ হামলা চালায়। প্রাণ হারান ৪০- এরও বেশি জওয়ান।
পুলওয়ামার পর থেকেই সীমান্ত উত্তাপ কয়েকগুণ বেড়েছে। অন্যদিকে শহিদ জওয়ানদের পরিবারের পক্ষ থেকে ফের দাবি জানানো হয়েছে, অপরাধীদের খুঁজে বের করে তাঁদের দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া। সরকারি তরফে ক্ষতিপুরণ পেলেও পারিবারিক ক্ষতির উপর প্রলেপ পড়েনি বলে শহিদ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। পুলওয়ামা শহিদদের স্মরণে লেথপোরা ক্যাম্পে আজ মেমোরিয়ালের উদ্বোধন হবে। সিআরপিএফের এডিজি জুলফিকর হাসান জানিয়েছেন, অনুষ্ঠানটি যতটা সম্ভব অনাড়ম্বর রাখার সিদ্ধান্ত হয়েছে।
পুলওয়ামার শহিদদের স্মরণ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ। তিনি টুইট করেন, পুলওয়ামার শহিদদের প্রতি আমার শ্রদ্ধা। ভারত তাঁর সাহসী সন্তানবর্গ ও পরিবারের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে পুলওয়ামার শহিদদের শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘দেশ কখনও তাঁদের বলিদান ভুলবে না।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লেখেন, সাহসী শহিদদের অনেক শ্রদ্ধা যারা পুলওয়ামার হামলায় প্রাণ হারিয়েছিল। ভারত তাঁদের এই বলিদান কখনও ভুলবে না।