একের পর এক মন্দির উড়িয়ে দেয়া হবে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরে, এই হুমকি দিয়ে চিঠি এলো মন্দিরগুলোতে, আর এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য গোটা শহরে।
আজ সকালে লখনৌয়ের বিখ্যাত মানকামেশ্বর মন্দিরে (Mankameshwar Temple) একটি হুমকি দিয়ে চিঠি আসে এবং এতে বলা হয় যে ১৫ আগস্টের মধ্যে মন্দিরটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত উলেখ্য, এই মন্দিরেই স্থানীয় আর এস এসের (RSS) অফিস ও আছে।
এদিকে গতকাল রাতে ওই একই প্রকার হুমকির চিঠি আসে লখনৌয়ের আরেকটি বিখ্যাত মন্দির , আলীগঞ্জ হনূমান মন্দিরে (Aligunj Hanumann Temple)।
ওই চিঠিতেও লেখা আছে যে ১৫ অগাস্ট এর প্রাক্কালেই উড়িয়ে দেওয়া হবে এই মন্দির সহ লখনৌ এর যত প্রতিষ্ঠিত মন্দির আছে আর এই মর্মে তারা একটি প্রাথমিক লিস্ট ও বানিয়েছে এবং তার একটি কপিও দেওয়া হয়েছে এই চিঠির সাথে।
তবে এই দুই মন্দিরে দেওয়া এই একই প্রকার হুমকির সাথে শর্ত ও দেওয়া হয়েছে।
এক , কিছুদিন পূর্বেই আন্টি টেররিস্ট স্কোয়াড (Anti Terrorist Squad ) বা এ টি এস (ATS) বেশ কয়েকজন জিহাদি কে উত্তরপ্রদেশর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে। এদের যোগাযোগ প্রত্যক্ষ ভাবে আল-কায়দার সাথেও রয়েছে ।
চিঠিতে লেখা আছে যে ধৃত জঙ্গিদের অবিলম্বে ছেড়ে দিতে হবে। প্রথম শর্ত হলো এদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলেই রক্ষা পেতে পারে এই মন্দিরগুলি ।
আরেকটি শর্ত হলো আর কোনো মতেই বা কোনো অবস্থাতেই যেন পুলিশ কোনো জিহাদি বা জঙ্গিকে গ্রেফতার করার সাহস না দেখায় , আর যদি সেটা হয় , তাহলে আর কোনো হুমকি নয় , সরাসরিই বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে লখনৌয়ের সবকটি মন্দির ও এরই সাথে সমস্ত আর এস এসের অফিসও ।
পুলিশ এর বক্তব্য , এই চিঠি গুলি টাইপ করে পাঠানো হয়েছে এবং চিঠির শেষে লেখা আছে গোটা অক্ষরে ” ইন্তেজার” (Intezar) ।
লখনৌ এর পুলিশ কমিশনার (Police Commissioner) ডি কে ঠাকুর (D K Thakur )জানিয়েছেন যে যুদ্ধ কালীন তৎপরতায় এর তদন্ত চলছে এবং শহরের প্রত্যেকটি মন্দিরে সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে ।