সাফল্যের দ্বিতীয় দফা। প্রথম দফা পেরিয়ে বিজেপি সরকার দ্বিতীয় দফায়। তাই কিছুটা আবেগতাড়িত বিজেপির অন্যতম কান্ডারি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রসঙ্গে তিনি বলেন, মোদী সরকার মানেই জাতীয় সুরক্ষা, উন্নতি, প্রগতি ও গরিবের ভাল। এক কথায় যা হল মানুষের আশার প্রতীক।
সমাজে সব শ্রেণির মানুষের আশার আলো হয়ে রয়েছে। দ্বিতীয় দফায় বিজেপি সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষে তিনি বলেন, “এই সময়ের মধ্যে অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাশ্মীরের ৩৭০ ধারা মুছে ফেলা সেগুলর মধ্যে অন্যতম।
একাধিক ট্যুইট করে তিনি বলেন, “মোদী সরকার মানেই জাতীয় সুরক্ষা, উন্নতি, প্রগতি ও গরিবের ভাল।” সব শ্রেণির মানুষের আশার প্রতীক হল মোদী সরকার। তাঁর স্পষ্ট বক্তব্য, “নরেন্দ্র মোদী সরকার ১০০ দিনের মধ্যে যা যা সিদ্ধান্ত নিয়েছে তারজন্য দেশের প্রত্যেক মানুষ শেষ ৭০ বছর থেকে অপেক্ষায় ছিল।”
মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কাশ্মীরের ৩৭০ ধারা মুছে ফেলা থেকে তিন তালাক বিল পাশ সবই ভারত প্রথমবার প্রত্যক্ষ করল। অবৈধ কাজ কামাতে শক্তহাতে হাল ধরেছে মোদী সরকার। যা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিশ্চিত নেতৃত্বে সম্ভব হয়েছে।”
দ্বিতীয় দফার ১০০ দিনের এই আনন্দের মুহূর্তে মোদীর মন্ত্রীসভার সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন অমিত শাহ।