৪০০-র বেশি বোমা উদ্ধার করা হয়েছে বীরভূম জেলা থেকে। সূত্রের খবর, বেশি পরিমাণে বোমা উদ্ধার হয়েছে দুবরাজপুর, লাভপুর, মল্লারপুর, মাড়গ্রাম থেকে। বোমা উদ্ধারের পাশাপাশি বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে প্রায় ৩০ কেজির বেশি। বিরোধী দলগুলি বোমা উদ্ধার করাকে ঘিরে কটাক্ষ করছে শাসক দলকে। সেইসঙ্গে জেলা প্রশাসনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠছে।
অন্যদিক থেকে তৃণমূলের নেতাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী কড়া হাতে প্রশাসন ব্যবস্থা সামলাচ্ছেন। উনি সমস্ত পুলিশকে নির্দেশ দিয়েছিলেন, যাতে বোমা ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই জন্যই মাত্র চার দিনের মধ্যে এত কিছু উদ্ধার করা গিয়েছে। বোমা উদ্ধারকে ঘিরে বীরভূমের কংগ্রেসের প্রেসিডেন্ট চঞ্চল চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এখানকার বাড়িতে বাড়িতে বোমা রাখা রয়েছে। আসলে, এই উদ্ধার হচ্ছে শুধুমাত্র চোখে ধুলো দেওয়ার জন্য। বীরভূমে যে পরিমাণে বোমা আছে তাতে একটা দেশ উড়ে যেতে পারে।’ ঠিক একই বক্তব্য রেখেছেন বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা।
জানা গিয়েছে, শুক্রবারে বীরভূমের মাড়গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে ৬০ টি বোমা। এরপর শনিবারও সেখান থেকে উদ্ধার করা হয় ১০০ টি বোমা। ৩০ টি বোমা উদ্ধার করা হয় দুবরাজপুর থেকে। সেইসঙ্গে বারুদ উদ্ধার হয়েছে প্রায় তিন কেজির বেশি। মল্লারপুর থেকে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে প্রায় ৪০ টি। মোট ১৪০ টি বোমা উদ্ধার করা হয়েছে দুবরাজপুর ও লাভপুর থেকে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এত বোমা কে বা কারা কোন উদ্দেশ্যে মজুত করে রেখেছিল? কোন কাজে এগুলোকে ব্যবহার করা হত? ইতিমধ্যেই, পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
2022-03-31