কেরলের পল্লকড়ে গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তিনজন সন্দেহভাজন তথা অভিযুক্তকে চিহ্নিত করেছে তদন্তকারী দল। ওই তিনজন অভিযুক্তের মধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, এছাড়াও আটক করা হয়েছে একজনকে। শুক্রবার এ কথা জানিয়েছেন কেরলের বনমন্ত্রী কে রাজু। কেরল পুলিশ এবং বন দফতরের যৌথ অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম-পি উইলসন।
প্রসঙ্গত, গত ২৭ মে মর্মান্তিক এই ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। মৃত গর্ভবতী হাতিটি কেরলের সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানে থাকত। সেখান থেকে পলক্কড় জেলার গ্রামে খাবারের খোঁজে এসেছিল সে। অভিযোগ, গ্রামে বাজি ভরা ফল খেয়ে তার নীচের চোয়াল ও জিভে গুরুতর আঘাত লাগে। পরে ভেলিয়ার নদীতে গিয়ে দাঁড়িয়েছিল হাতিটি। বন বিভাগ প্রশিক্ষিত হাতির সাহায্যে তাকে তীরে তুলতে চাইলেও পারেনি। সেখানেই হাতিটি মারা যায়।