আগষ্টের ১ লা থেকে ৭ পর্যন্ত বিশ্বজুড়ে পালিত হয় স্তন্যদান সপ্তাহ (World Breast Feeding Week, 1-7 August)।
বিশ্ববাসীর এই বোধ যত তাড়াতাড়ি আসবে, ততই মঙ্গল। কিন্তু কথা হল, গাছটিকে পুষ্টি না দিয়ে ফল পুষ্ট হবে কীকরে!
প্রসবকালীন সময়ে পোয়াতি-মা যত পরিপুষ্টির আহার পাবেন, ততই না সন্তানকে তার নির্যাস পান করাতে পারবেন! বিশ্বের অধিকাংশ দেশের মায়েরা অপুষ্টির শিকার। যে অনুন্নত দেশে যত জনসংখ্যা বেশি, সে দেশে মায়েদের অপুষ্টি তত বেশি।
জনসংখ্যা নিয়ন্ত্রণ না করা হলে তার সমাধান সম্ভব নয়। ভারত সহ সকল উন্নতিকামী ও অনুন্নত দেশগুলিতে জনসংখ্যার নিয়ন্ত্রণ সবচাইতে আগে করতে হবে। শুধু হাড় জিরজিরে মা আর তার ছানার ছবি দিয়ে কাগজ ভরালে চলবে না। এরজন্য কেবল আমলাতান্ত্রিক জোর নয়, জোর আসা চাই রাজনৈতিক সদিচ্ছার, মেরুদণ্ডের।
আবারও উচ্চারিত হোক, “মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই।” জনসংখ্যা নিয়ন্ত্রণেরও কোনো বিকল্প নেই।