ভারতের সেনা দিবসে সোশ্যাল মিডিয়া জুড়ে সেনাদের অভিনন্দন দেশবাসীর | অভিনন্দন জানিয়েছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ | এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,১০.৩৫ নাগাদ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লেখেন, “ভারতীয় সেনা আমাদের গর্ব |
সেনা দিবসের পুণ্য লগ্নে দেশের সব সেনাদের অদম্য শৌর্য,সাহস ও পরাক্রমের জন্য সেলাম জানাই |” রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ লেখেন, “ভারতীয় সেনা ভাই-বোন,যুদ্ধবীর আর তাদের পরিবারকে অভিনন্দন | আপনারা আমাদের রাষ্ট্রের গৌরব ও আমাদের দেশে স্বাধীনতা রক্ষার পাহারাদার | আপনাদের সর্বোচ্চ ত্যাগ দেশের গৌরব বাড়ায় ও লোকের সুরক্ষা করে | জয় হিন্দ |”
জম্মু কাশ্মীরে যখন সেনাদের নিয়ে সোচ্চার বিরোধীরা,তাদের অত্যাচারে কথা বলে সহানুভূতি কুড়োনোর চেষ্টা করছে পাকিস্তানের মত দেশের, তখনই একটি ভিডিও সেনা দিবসকে অন্য মাত্রায় পৌঁছে দিল ভিডিওটিতে দেখা যাচ্ছে কাশ্মীরের কোনো এক অঞ্চলের পুরু বরফের রাস্তায় হেঁটে চলেছেন অনেক মানুষ |
আর কিছু লোকের কাঁধে চেপে যাচ্ছেন এক মহিলা | তার নাম শামিমা | সন্তানসম্ভবা শামিমার প্রসব যন্ত্রণা ওঠায় সেনারা কাঁধে চাপিয়ে তাকে নিয়ে যাচ্ছেন চার ঘন্টার পথ দূরে একটি হাসপাতালে |
এই ছবি হৃদয় ছুঁয়েছে অগণিত ভারতবাসীর | যা দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও একটি পোস্ট করে বলেন,”আমাদের দেশের সেনারা অত্যন্ত পেশাদার | তাদের মানবিকতা কুর্ণিশ করার মত |
সকল দেশবাসীর যখনই প্রয়োজন,তখন সেনারা ঝাপিয়ে পড়েন সাধ্যমত সাহায্য করতে | আমাদের বীর সেনাদের জন্য আমরা গর্বিত | আমি শামিমা ও তার বাচ্চার আরোগ্য কামনা করি | ”
এই ভিডিওর মতই মন কেড়েছে আরেকটি ভিডিও | যেখানে ভারত পাক সিয়াচেন সীমান্তের হিমাঙ্কের নীচে পুরু বরফের আস্তরণ ভেদ করে এক সেনা তার পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছেন কাঠ,খাওয়ার |
ওই ঠান্ডায় থাকা সেনাদের কুর্ণিশ জানিয়েছেন প্রতিটি ভারতবাসী | ভারতীয় সেনাদিবসে অভিনন্দন বার্তা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়,দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ সমাদের নানা পরিচিত মুখই |