ক্রমাগত লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মাঝে পশ্চিমবঙ্গে (West Bengal) করোনায় আক্রান্ত চিকিৎসক। রবিবার তাঁর রিপোর্ট এসেছে। তিনি কমান্ড হাসপাতালের চিকিৎসক বলে জানা গিয়েছে। রাজ্যে এই প্রথম করোনায় আক্রান্ত হল এক চিকিৎসক। তবে একজন চিকিৎসকের আক্রান্ত হওয়ায় আরও অনেকের আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে । এদিকে কলকাতার আরও ১ প্রৌঢ় করোনা আক্রান্ত। ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২০ ।
করোনা আতঙ্কে কলকাতায় চলছে লকডাউন । আলিপুর কম্যান্ড হাসপাতালের অ্যানাস্থিশিয়া বিভাগের বিভাগীয় প্রধান তিনি। জানা যাচ্ছে কিছুদিন আগে দিল্লি থেকে ফেরেন ওই চিকিৎসক। দিল্লি (Delhi) থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার আসে তার রিপোর্ট। নাইসেড এর সূত্রে খবর ,তার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আর ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানানো হয়েছে । কিভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন তা খতিয়ে দেখছে কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।বর্তমানে আলিপুর কম্যান্ড হাসপাতালের আইসোলেশন রয়েছেন তিনি।
তবে এই প্রথম রাজ্যে কোনও চিকিৎসকের আক্রান্ত হওয়ার খবর অত্যন্ত উদ্বেগের। কারণ সম্প্রতি, তিনি যাঁদের চিকিৎসা করেছেন, তাঁদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। মনে করা হচ্ছে কোনও রোগীর থেকেই তাঁর শরীরে এই ভাইরাস ছড়িয়েছে। তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। তাঁর আত্মীয়দেরও সতর্ক করা হয়েছে। তাঁর সঙ্গে কাজ করা অন্যান্য চিকিৎসকদের, রোগীদেরও সতর্ক করা হচ্ছে।
এদিকে, শনিবার মোট তিনজনের আক্রান্ত হওয়ার খবর আসে। এদের মধ্যে দু’জন এগরার বিয়েবাড়ি থেকে সংক্রামিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, উত্তরবঙ্গে প্রথম একজন আক্রান্ত হয়েছেন। তাঁর রিপোর্টও এসেছে শনিবার। তিনি সাম্প্রতিককালে বিদেশযাত্রা করেছিলেন বলে জানা গিয়েছে।