সন্ধে ঠিক ৮ টা ১৫ মিনিট। অনেকেই বাড়িতে রয়েছে লকডাউনে। কেউ আবার কাজ সেরে বাড়ি ফিরেছেন সবেমাত্র। আচমকা ঘরের জিনিসপত্র নড়েচড়ে ওঠে। ভয় পেয়ে যান সবাই।
কিছুক্ষণের মধ্যেই সবাই বুঝতে পারেন, এটা আসলে ভূমিকম্প (Earthquake)। এদিক রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। স্বাভাবিকভাবেই বেশ জোরে কেঁপে ওঠে গুজরাত (Gujarat)। ২০০১-এর স্মৃতি উস্কে দেয় অনেকেরই।
১২০০০ মানুষের মৃত্যু হয়েছিল সেবার। কচ্ছ ছিল এপিসেন্টার। কম্পনের মাত্রা ছিল ৭.৭।
রবিবারের কম্পনের উৎসস্থল ছিল রাজকোটে। কালেকটর জানিয়েছেন, সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। শ’য়ে শ’য়ে মানুষ বাইরে বেরিয়ে আসেন। ২০০১-এর পর এত জোরালো ভূমিকম্প আর হয়নি গুজরাতে।