দিল্লি এদেশের দূষণের রাজধানীও বটে। আরে সে কারণেই সেখানে যাতে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ আয়োজন না করা হয় তার আবেদন জানাল একদল পরিবেশবিদ। স্বভাবতই এই চিঠি পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের বোর্ড সভাপতিকে পরিবেশবিদরা জানিয়েছেন, এমনিতে দিল্লিতে দূষণ মাত্রাছাড়া, দেশের মধ্যে সর্বোচ্চ। তার উপর দিওয়ালিতে যথেচ্ছ পরিমাণে বাজি পোড়ানোয় অবস্থা ভয়ানক আকার ধারন করেছে, সে কারণেই তারা চান না এই অসুস্থ পরিবেশ ভারত-বাংলাদেশ হাইপ্রোফাইল ম্যাচ খেলা হোক।
প্রসঙ্গত, দিল্লিতেই রয়েছে প্রতিবেশি দেশের সঙ্গে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। স্বভাবতই পরিবেশবিদদের কাছ থেকে এমন চিঠি পাওয়ার পর চিন্তায় পড়ছেন সৌরভ ও অন্য বোর্ডকর্তারা। শেষ মুহূর্তে ম্যাচভেনু পরিবর্তন হবে কিনা তা অবশ্য এখনও অবধি জানা যায়নি।