‘সুখী ব্যক্তি ও মেঘ দেখলে অন্যবিধ চিত্তবৃত্তি হয়’ – অর্থাৎ আনমনা হয়ে যায়। প্রকৃতির সঙ্গে এমনিই মানব মনের নিগূঢ় সম্বন্ধ। প্রকৃতির ঋতুবৈচিত্র্য মানব মনে ও দেহে বৈচিত্র্য ঘটায় ; এমনই স্বভাব মানুষের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রসঙ্গে বলেছেন – “মানুষের মধ্যে বিশ্বের সকল বৈচিত্র্যই আছে বলিয়া মানুষ বড়। মানুষ জড়ের সহিত জড় ; তরুলতার সহিত তরুলতা, মৃগপক্ষীর সঙ্গে মৃগপক্ষী। প্রকৃতি – রাজবাড়ির নানা দরজাই তাহার কাছে খোলা”
পৃথিবী জুড়ে যখন উষ্ণায়নের প্রবল প্রভাব। তার সঙ্গে পাল্লা দিযে গাছ কাটা, প্লাস্টিক দূষণের জেরবার আমজনতা। ভূগর্ভস্থ জল, যন্ত্র দানবের দ্বারা তুলে নেওয়া হচ্ছে প্রকৃতির ভারসাম্য উপেক্ষা করে। তখন বৃক্ষরোপণ ক’রে জল সিঞ্চন করে পৃথিবী পৃষ্ঠ কে আলপনা, রঙ্গোলী, ভূ-অলংকরণের মাধ্যমে পৃথিবীর নান্দনিকতা কে রক্ষার শপথ নিতে “বসুন্ধরা দিবস” পালনের উদ্যোগ নিয়েছে সংস্কার ভারতী সাংস্কৃতিক সংস্থা। সংস্থার শিল্পীরা ধরিত্রী বন্দনা করলেন অভিনব আঙ্গিকে।
রবিবার ২২ এপ্রিল আর্থ ডে অর্থাৎ বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ প্রান্তের উদ্যোগে বসুন্ধরা দিবস পালনে ব্রতী হয়েছে বীরভূম জেলার সিউড়ি, মেদিনীপুর নগর, নদীয়া জেলার নবদ্বীপ, হাওড়া জেলার বাগনান, বীরশিবপুর, উত্তর ২৪ পরগণার গোবরডাঙ্গা, কলকাতা মহানগরের সিমলা, রাজডাঙ্গা, বেহালা, ঢাকুরিয়া, দেশবন্ধুনগর, বাগুইআটি ও দক্ষিণেশ্বর অঞ্চলে।
ক্রমাগত কার্বণ দূষণ, জল, মাটি বায়ু মণ্ডলকে করছে কলুষিত। রোগ ব্যাধিতে জর্জরিত মানব জীবন।
এই ধরিত্রীকে রক্ষায় কার্বণ নিঃসরণ কমানো, বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় মানুষকে সচেতন হতে হবে। তারই প্রতিবিধানেই আজকের সংকল্প ” বসুন্ধরা দিবস”। পৃথিবীকে বাঁচিয়ে রাখার এই সংকল্পে যুক্ত সংস্কার ভারতী ও সিউড়ির এক দল স্কুল কলেজ পড়ুয়া দল বেঁধে কেউ ফুল দিয়ে আলপনা করতে করতে বললেন আমরা চাই আমাদের বাসস্থান দূষণ মুক্ত হোক। কলেজ পড়ুয়া স্নিগ্ধা বিশ্বাস সপ্তিকা ঘোষ বলেন, “আমরা চাই পৃথিবী প্লাস্টিক মুক্ত হোক। তার শপথ নিতে আমরা একজোট হয়েছি আজ থেকে সংকল্প নিলাম প্লাস্টিক ব্যবহার করব না।”
সবুজায়নের লক্ষ্যে ধরিত্রী, বসুন্ধরাকে সাজানো হবে ফুল ও রঙ্গোলীর মাধ্যমে। শাখার শিল্পীরা ধরিত্রীর বুকে এঁকে দিল পুষ্প আলপনা। নানান সাজে সাজিয়ে তোলা হয় অনুষ্ঠান অঙ্গন। সেই সঙ্গে উপস্থিত পরিবেশবিদরা বলবেন পৃথিবী বাঁচানোর কথা। অনুষ্ঠিত হল বৃন্দগান কথা ও কবিতা।