অনেক আগেই ঘোষণা করা হয়েছে, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশজুড়ে পালন করা হবে অমৃত মহোৎসব। শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে তার ঘোষণা করলেন। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছিল, স্বাধীনতা দিবস উপলক্ষে মোদী সরকার আরও একটি বিশেষ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। যার আওতায় সরকারী ভবন সহ ২০ কোটি বাড়ির মাথার ছাদে ওপর ওড়ানো হবে জাতীয় পতাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আন্দোলনের শরিক হওয়ার জন্য আবেদন জানিয়েছেন দেশবাসীকে।
আরো পড়ুন : পড়াশোনা শিকেয়! জলপাইগুড়ির স্কুলেই শহিদ দিবস পালন তৃণমূল নেতাদের
কেন্দ্রের এই কর্মসূচির নাম, ‘হর ঘর তেরঙ্গা’। সূত্র মারফত জানা গিয়েছে, এবারে আগস্ট মাসে তিনদিন ধরে প্রত্যেক ঘরে ঘরে ওড়ানো হবে জাতীয় পতাকা। সরকারী ভবন থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা, রেস্তোরাঁ, শপিং মল, থানা সহ আরও অন্যান্য জায়গায়। জাতীয় পতাকা ওড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রতিটি বাড়িতে বাড়িতে। প্রধানমন্ত্রী একটি টুইট করে দেশবাসীকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ”এ বছর যেমন আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছি, আসুন প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা আন্দোলনকে শক্তিশালী করি। তেরঙ্গা উত্তোলন করুন বা ১৩ এবং ১৫ অগাস্টের মধ্যে আপনার বাড়িতে পতাকা ওড়ান। এই আন্দোলন জাতীয় পতাকার সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করবে।”
এইসব কিছুর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও একটি টুইট করে বলেন, ”আজ ২২শে জুলাই। আমাদের ইতিহাসে এই দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৪৭ সালের এই দিনে আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়। আজ আমরা তাদের সকলের মহান সাহস ও প্রচেষ্টাকে স্মরণ করি যাঁরা স্বাধীন ভারতের পতাকার স্বপ্ন দেখেছিলেন সেদিন যেদিন আমরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করছিলাম। আমরা তাঁদের স্বপ্ন পূরণ করতে এবং স্বপ্নের ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”