সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালির ধর্ষণকাণ্ডে মুখ খুললেন। বিশ্ববাংলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবারে বিশেষ প্রতিক্রিয়া জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ফেসবুকে সৃজিত, মুখ্যমন্ত্রী করা বক্তব্যকে ‘আপত্তিকর ও অসংবেদনশীল’ বলে মন্তব্য করেছেন। বর্তমানে মুখ্যমন্ত্রীর করা বক্তব্যকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন।
সৃজিত মুখোপাধ্যায় তার ফেসবুক প্রোফাইলে লেখেন, ‘মুখ্যমন্ত্রী হাঁসখালি ধর্ষণকাণ্ডে যে ধরনের অসংবেদনশীল ও আপত্তিকর মন্তব্য করলেন, তা একেবারে অভাবনীয়। আমি হতবাক ও বাকরুদ্ধ।’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিশ্ববাংলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে হাঁসখালি ধর্ষণকাণ্ডের ঘটনাটি আদতে ধর্ষণ কিনা, সেই নিয়েই প্রশ্ন তোলেন।
মুখ্যমন্ত্রীর কথায়, ”আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, না কি লাভ অ্যাফেয়ার বলবেন… না কি শরীরটা খারাপ ছিল, না কি কেউ ধরে মেরেছে? আমি পুলিশকে বলেছি ঘটনাটা কী? … মেয়েটার না কি লভ অ্যাফেয়ার ছিল শুনেছি।” পাশাপাশি তিনি আরও বলেন, ”মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখে। অভিযোগ জানানো হয়েছে ১০ তারিখ। যদি অভিযোগ থেকেই থাকে তবে ৫ দিন আগে অভিযোগ জানালেন না কেন? ”
2022-04-13