আক্রান্ত ২৮ লক্ষের বেশি, ভারতে করোনায় মৃত্যু ৫৩,৮৬৬ জনের

পরিস্থিতি প্রতিদিনই হাতের বাইরে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণেই আসছে না কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের প্রকোপ। ভারতে দ্রুততার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৮ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৭৭ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৯,৬৫২ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৩,৮৬৬ জন এবং সংক্রমিত ২৮,৩৬,৯২৬ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২০,৯৬,৬৬৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৮৬ হাজার ৩৯৫।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৫৩,৮৬৬ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ২,৯০৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৫ জন, অসমে ২১৩ জন, বিহারে ৪৮৭ জনের, চন্ডীগড়ে ৩১ জন, ছত্তিশগড়ে ১৬১ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,২৩৫ জনের, গোয়া ১২৪ জন, গুজরাটে ২,৮৩৭ জনের, হরিয়ানায় ৫৬৭ জনের, হিমাচল প্রদেশে ১৯ জনের, জম্মু-কাশ্মীরে ৫৭২ জনের, ঝাড়খণ্ডে ২৭৭ জনের, কর্ণাটকে ৪,৩২৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৮২ জন, লাদাখে ১৮ জন, মধ্যপ্রদেশে ১,১৫৯ জন, মহারাষ্ট্রে ২১,০৩৩ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১৮ জন, মেঘালয়ে ৬ জন, নাগাল্যান্ডে ৮ জন, ওডিশায় ৩৭২ জনের, পুদুচেরিতে ১২৯ জন, পঞ্জাবে ৯২১ জন, রাজস্থানে ৯১০ জনের, সিকিমে ৩ জন, তামিলনাড়ুতে ৬,১২৩ জন, তেলেঙ্গানায় ৭২৯ জন, ত্রিপুরায় ৬৫ জন, উত্তরাখণ্ডে ১৭৮ জন, উত্তর প্রদেশে ২,৬৩৮ জন এবং পশ্চিমবঙ্গে ২,৫৮১ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৯০ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৩.৯১ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৪.২০ শতাংশ মানুষ। ভারতে প্রতিদিনই দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে কোভিড-১৯ নমুনা পরীক্ষা। ১৯ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩,২৬,৬১,২৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ১৯ আগস্ট ৯,১৮,৪৭০টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর আগে মঙ্গলবার সারা দিনে ৮,০১,৫১৮টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.