আক্রান্ত ২৭.৬৭ লক্ষ, ভারতে করোনায় মৃত্যু ৫২,৮৮৯ জনের

ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা প্রতিদিনই হু হু করে বাড়ছে! স্বস্তি দিয়ে দ্রুত বাড়ছে সুস্থতার সংখ্যা, একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৭,৬৭,২৭৪-এ পৌঁছে গিয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৯২ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪,৫৩১ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫২,৮৮৯ জন এবং সংক্রমিত ২৭,৬৭,২৭৪ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২০,৩৭,৮৭১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৬ হাজার ৫১৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৫২,৮৮৯ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩০ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ২,৮২০ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৫ জন, অসমে ২০৩ জন, বিহারে ৪৭৬ জনের, চন্ডীগড়ে ৩০ জন, ছত্তিশগড়ে ১৫৮ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,২২৬ জনের, গোয়া ১১৬ জন, গুজরাটে ২,৮২০ জনের, হরিয়ানায় ৫৫৭ জনের, হিমাচল প্রদেশে ১৯ জনের, জম্মু-কাশ্মীরে ৫৬১ জনের, ঝাড়খণ্ডে ২৬২ জনের, কর্ণাটকে ৪,২০১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৭৫ জন, লাদাখে ১৭ জন, মধ্যপ্রদেশে ১,১৪১ জন, মহারাষ্ট্রে ২০,৬৮৭ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১৮ জন, মেঘালয়ে ৬ জন, নাগাল্যান্ডে ৮ জন, ওডিশায় ৩৬২ জনের, পুদুচেরিতে ১২৩ জন, পঞ্জাবে ৮৯৮ জন, রাজস্থানে ৮৯৮ জনের, সিকিমে দু’জন, তামিলনাড়ুতে ৬,০০৭ জন, তেলেঙ্গানায় ৭১৯ জন, ত্রিপুরায় ৬৫ জন, উত্তরাখণ্ডে ১৬৪ জন, উত্তর প্রদেশে ২,৫৮৫ জন এবং পশ্চিমবঙ্গে ২,৫২৮ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৯১ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৩.৬৪ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৪.৪৫ শতাংশ মানুষ। ভারতে প্রতিদিনই দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে কোভিড-১৯ নমুনা পরীক্ষা। ১৮ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩,১৭,৪২,৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ১৮ আগস্ট ৮,০১,৫১৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর আগে সোমবার সারা দিনে ৮,৯৯,৮৬৪টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.