এয়ার ইন্ডিয়ার পর এবার আরও একটি সরকারি সংস্থার মালিক হতে চলেছে টাটা। ওড়িশা ভিত্তিক নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (এনআইএনএল) তুলে দেওয়া হবে টাটা গ্রুপের হাতে। এই সংস্থাটি হস্তান্তরের কাজ জুলাইয়ের মাঝামাঝি সময়ে শেষ হতে পারে বলে জানা গিয়েছে। টাটা স্টিলের ইউনিট – Tata Steel Long Products (TSLP)-এর কাছে এই সরকারি সংস্থাটি হস্তান্তর করা হবে। এই বছরের জানুয়ারিতে ১২,১০০ কোটি টাকা মূল্যের NINL-এর ৯৩.৭১ শতাংশ অংশীদারিত্ব অর্জনের জন্য একটি বিড জিতেছিল টাটা৷
জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, নলওয়া স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং জেএসডব্লিউ স্টিল লিমিটেডের একটি কনসোর্টিয়ামও এই সংস্থা কেনার জন্য বিড করেছিল। তবে সেই কনসোর্টিয়ামকে পিছনে ফেলে টাটার কোম্পানিটি এই সাফল্য অর্জন করে। একজন কর্মকর্তা পিটিআইকে এই বিষয়ে বলেন, ‘লেনদেনটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং স্থানান্তরটি আগামী মাসের মাঝামাঝি হতে হবে।’ তবে নীলাচলে সরকারের সরাসরি অংশিজারিত্ব ছিল না। তাই ওড়িশা সরকারের চারটি CPSE এবং দুটি PSU-তে এই সংস্থা বিক্রির টাকা যাবে।
নীলাচল ইস্পাত নিগম লিমিটেডের ১.১ মেট্রিক টন ধারণক্ষমতা রয়েছে। ওডিশার কলিঙ্গনগরে একটি সমন্বিত ইস্পাত প্ল্যান্ট রয়েছে এই সংস্থার। এই সরকারি সংস্থাটি ব্যাপক লোকসানে চলছে। এই প্ল্যান্টটি ২০২০ সালের ৩০ মার্চ থেকে বন্ধ রয়েছে। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত ৬৬০০ কোটি টাকার বেশি ঋণ রয়েছে এই সংস্থার মাথার উপর। এর মধ্যে প্রোমোটারদের ৪১১৬ কোটি টাকা, ব্যাঙ্ক, অন্যান্য পাওনাদারদের ১৭৪১ কোটি টাকা এবং কর্মচারীদের বিশাল বকেয়া রয়েছে৷