রাস্তাঘাটে চলতে চলতে কোনও ভাবে যদি আপনার গাড়ি অ্যাম্বুলেন্সকে আটকে দেয়, আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। যার পরিমাণ হতে পারে এমন কী ১০ হাজার টাকা! কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি যে মোটর ভেহিকলস (অ্যামেন্ডমেন্ট) বিল-এ সম্মতি দিয়েছে, তাতে এই প্রস্তাব করা হয়েছে।
১৯৯৮র মোটর ভেহিকলস আইনে কিছু পরিবর্তন ও সংযোজন আনতে যে বিল আনা হয়েছে, তাতে আরও বেশ কিছু বিষযে কড়া পদক্ষেপ আর বেশি টাকার ফাইনের প্রস্তাব করা হয়েছে। যেমন যদি কেউ সাসপেন্ডেড ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাঁকেও ১০ হাজার টাকা জরিমানা গুনতে হতে পারে।
মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর ঘটনা প্রায়শই ঘটছে। সে ক্ষেত্রেও ১০ হাজার টাকা জরিমানারই প্রস্তাব করা হয়েছে। কোনো গাড়িতে ওভারলোডিং হলে ফাইন হবে তারও দ্বিগুণ। ২০ হাজার টাকা। এ ছাড়াও ওভারস্পিডিং, হেলমেট ছাড়া বাইক চালানো, ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো, বিপজ্জনক ভাবে ড্রাইভিং, লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি বের করার মতো অপরাধগুলোর জন্যও কঠোরতর ব্যবস্থার প্রস্তাব রয়েছে ওই বিল-এ। হেলমেট ছাড়া স্কুটার বা বাইক চালালে হাজার টাকা জরিমানা তো দিতেই হবে, সঙ্গে আবার তিন মাসের জন্য লাইসেন্সও সাসপেন্ড করে দেওয়া হবে।
দেশের ১৮টি রাজ্যের পরিবহণ মন্ত্রীরা ৩১ বছরের পুরনো এই আইনের পরিবর্তনে যে যে পরামর্শ দিয়েছিলেন, সংসদের স্ট্যান্ডিং কমিটির তত্ত্বাবধানে তার সারাংশ এই বিলে জায়গা পেয়েছে। এখন দেখার আইনের এই নতুন সংস্করণের বাস্তবায়ন কতটা সম্ভব হয়।