সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে বড়দিনের উৎসব পালনের পরামর্শ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উৎসবের আড়ালে যাতে কোনওভাবেই ধর্মান্তরের ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
যোগী বলেন, ‘কয়েক মাস আগে আমরা ধর্মীয় স্থান থেকে লাউড স্পিকার সরানোর নির্দেশ দিয়েছি। বৃহত্তর জনস্বার্থের কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আবারও বেশ কিছু জায়গায় লাউড স্পিকার লাগানো হচ্ছে। এটি মোটেই গ্রহণযোগ্য নয়।’
অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড বন্ধ করারও নির্দেশ দিয়েছেন যোগী। তিনি বলেন, রাজ্যের কোনও জেলায় অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং রিকশা স্ট্যান্ড চালানো উচিত নয়। এই ধরনের স্ট্যান্ড অসামাজিক কার্যকলাপের জন্য অবৈধ অর্থ সংগ্রহের জন্য ব্যবহার করা হয়। তা অবিলম্বে বন্ধ করা উচিত। দুষ্কৃতীদের বিরুদ্ধেও পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।