মেঙ্গালুরু পুলিশ নূরজাহান নাম এক মহিলাকে এক হিন্দু মহিলাকে ইসলামে ধর্মান্তরিত করতে গিয়ে তার পরিবারে অশান্তি সৃষ্টি করা ও তার স্বামীকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করার অভিযোগে গ্রেফতার করে।
সূত্রের খবর, শহরের মরগ্যান গেট এলাকায় বিজয়লক্ষী,২৬, তাঁর স্বামী নাগেশ,৩০, আট বছর বর্ষীয় স্বপ্না ও ৪ বছর বর্ষীয় সামর্থের মৃতদেহ পাওয়া যায়। মনে করা হচ্ছে নাগেশ তাঁর স্ত্রী বিজয়লক্ষীকে গলা টিপে মেরে ফেলে, দুই সন্তানকে বিষ খাইয়ে মারে ও পরে নিজে আত্মহত্যা করে।
গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার আগে নাগেশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চন্দ্রশেখরকে ভয়েস ম্যাসেজ পাঠান। তিনি ওই ম্যাসেজে নূরজাহানের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে ইসলামে ধর্মান্তরিত করার ষড়যন্ত্রের অভিযোগ করেন। উল্লেখ্য, মৃতা বিজয়লক্ষী নূরজাহানের বাড়িতে কাজ করতেন।
পুলিশ কমিশনার এন শশী কুমার বলেন, “নূরজাহান বিজয়লক্ষীকে তাঁর স্বামী নাগেশকে ছেড়ে অন্য এক যোগ্য পাত্রকে বিয়ে করতে বলে। প্রতিশ্রুতিও দেয় খুঁজে বার করার। নাগেশ জনতা পারেন যে তাঁর স্ত্রীকে ইসলামে ধর্মান্তরিত করার চেষ্টা চলছে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলতো। “
তিনি আরো জানান বিজয়লক্ষী তাঁর স্বামীকে ছেড়ে নূরজাহানের সাথে থাকতেন। নাগেশ পুলিশের কাছে মিসিং ডায়েরি করেন। নাগেশ নূরজাহানের বাড়ি গিয়ে স্ত্রীকে নিয়ে আসেন। নাগেশ পেশায় ড্রাইভার ছিল।
নূরজাহানকে গ্রেফতার করে পুলিশ।