এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তের ছবি কিছুটা হলেও বদলেছে। ডিজিটাল ইণ্ডিয়ায় কোপ পড়েছে ইন্টারনেট পরিষেবায়। অসম, মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে এবং দিল্লির ছবিটাও একই। এবার রাজস্থানের ক্যাপিটাল সিটি জয়পুরেও বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা।
কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার কংগ্রেস শাসিত রাজ্যেই এই ছবি দেখা গেল। জয়পুর কমিশনারেট ঘোষণা করে, রবিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত জয়পুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছে দেশের বিভিন্নদিকের মানুষ।
জয়পুর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলার দিকটিকে গুরুত্ব দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা। এ বিষয়ে জয়পুর মেট্রোরেল কর্পোরেশন তাঁদের বিবৃতিতে জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে বেলা ২টো পর্যন্ত শহরে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
2019-12-22