দেশের সুরক্ষার চেয়ে কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয় : প্রধানমন্ত্রী

দেশের সুরক্ষাই সর্বাগ্রে, দেশের সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনিবার হিমাচল প্রদেশের মানালির রোহতাঙে বিশ্বের দীর্ঘতম অটল টানেল উদ্বোধন করার পর এমনই মন্তব্য করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে হিমাচল প্রদেশের মানালির রোহতাঙে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম অটল সুড়ঙ্গের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অটল সুড়ঙ্গপথ ভারতের সীমান্ত ইনফ্রাস্ট্রাকচারকে নতুন শক্তি প্রদান করবে। এই টানেল বিশ্বমানের সীমান্ত কানেকটিভিটির উদাহরণ। বহুদিন ধরেই সীমান্তের ইনফ্রাস্ট্রাকচার উন্নতির দাবি উঠছিল, এ ধরনের প্রকল্প হয়তো পরিকল্পনার পর্যায় থেকে বেরোতে পারেনি অথবা মাঝপথেই আটকে গিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের সঙ্গে যোগাযোগের সরাসরি সম্পর্ক রয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে যোগাযোগ সরাসরি সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। সীমান্তে অবকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। এর সুফল সাধারণ মানুষের পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদেরও প্রদান করা হচ্ছে। দেশের সুরক্ষার চেয়ে আমাদের কাছে কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয়। কিন্তু, প্রতিরক্ষা স্বার্থের সঙ্গে আগে আপোষ করা হয়েছে, যার সাক্ষী রয়েছে দেশ। প্রধানমন্ত্রী এদিন জানান, অটল টানেলের মতোই আরও অনেক প্রকল্পের কাজ চলছে। শিক্ষা মন্ত্রকের বিশেষ অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, শিক্ষা মন্ত্রকের কাছে আমার অনুরোধ, ইঞ্জিনিয়ারিং এবং কারিগরি অধ্যয়ন সম্পর্কিত বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়াদের অটল টানেলের কেস স্টাডি করার সুযোগ দেওয়া উচিত। কীভাবে এই সুড়ঙ্গ তৈরি হল তা জানা উচিত পড়ুয়াদের। প্রধানমন্ত্রী এদিন বলেন, ২০০২ সালে এই টানেলের অ্যাপ্রোচ রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অটলজি। ২০১৩-১৪ সাল পর্যন্ত সুড়ঙ্গের ১,৩০০ মিটার পর্যন্ত কাজ এগিয়েছিল। ২০১৪ সালের পর অভূতপূর্ব গতিতে এই প্রকল্প অগ্রসর হয়েছে। এদিন রোহতাঙে অটল সুড়ঙ্গপথ উদ্বোধন করার পর দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে সিস্সু পর্যন্ত যান প্রধানমন্ত্রী। সিস্সুতে টানেলের উত্তর প্রান্তে প্রধানমন্ত্রী পতাকা নাড়ার পর ১৫ জন যাত্রীবোঝাই একটি বাস গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.