প্রয়োজন ছাড়াই জোর করে কোথাও কোথাও ৫০০ টাকার নোট দেওয়া হয় এটিএম উপভোক্তাদের৷ আবারও কোনও কোনও সময় হাতে আসে কড়কড়ে দুহাজার টাকার নোটও৷ যা ভাঙাতে গিয় নাজেহাল হতে হয় গ্রাহকদের৷ হঠাত করে বড় নোটের খুচরো পাওয়াটা রীতিমত চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়।
তবে এখন আর শুধু একশো কিংবা পাঁচশো আর দুহাজার টাকা নয়, এবার এটিএম কাউন্টার থেকে বেরিয়ে আসতে চলেছে কড়কড় ৫০ টাকার নোটও! যা এতদিন প্রায় সমস্ত এটিএম ব্যবহারকারীদের কাছে একটা প্রত্যাশা ছিল৷ কিন্তু, কোনও উপায় ছিল না৷ এবার যা বাস্তবে রূপ পেতে চলেছে বলে জাতীয় একটা সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে।
এটিএমে ৫০০ টাকার নোট থাকলে সেখানে ১০০ টাকার নোট রাখাও প্রয়োজন আর সেভাবেই ১০০ টাকার নোট থাকলে ৫০ টাকার নোট ও রাখতে হবে৷
ব্যাংকিং আধিকারিকদের বক্তব্য আরবিআই সাধারন মানুষের সুবিধা চিন্তা করেই এই বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা করেছে৷ এতে সবচেয়ে বড় সুবিধা হল মানুষের যতটা প্রয়োজন তারা ঠিক ততটাই টাকা বের করতে পারবেন৷ ৫০ টাকার নোটের এই সুবিধা এভারগ্রিন চৌকির এসবিআই এটিএমে শুরু করা হয়েছে৷ ব্যাংকিং আধিকারিকদের বক্তব্য, আগামী দিনে অন্যান্য ব্যাংকেও এই পরিষেবা চালু করা হবে৷
উল্লেখ্য, ৫০ টাকার নোট এটিএম থেকে বের হবে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে আরবিআই। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে রীতিমত বহু সমস্যার মধ্যে পড়তে হয় বিভিন্ন ব্যাংকের এটিএমগুলি। কিন্তু অবশেষে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।