প্রার্থনা সঙ্গীত বদলে গিয়েছিল আগেই। জোর হাতে প্রার্থনা করার নিয়মও বদলে দেওয়া হয়েছিল। এবার রবিবারের বদলে শুক্রবার ছুটি ঘোষণা হল ঝাড়খণ্ডের জামতাড়ার মুসলিম অধুষ্যিত স্কুলগুলোতে।
ঝাড়খণ্ডের জামতাড়া জেলার কারমাতান্ড এবং নারায়ণপুর গ্রামে অধিকাংশ মুসলিমের বাস। দুই গ্রামে প্রায় ১৫টি প্রাথমিক স্কুল রয়েছে। যেখানে অধিকাংশ পড়ুয়া মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তবে অন্যান্য সম্প্রদায়ের পড়ুয়াও রয়েছে সেখানে। স্কুলের নোটিস বোর্ডে টাঙানো হয়েছে নয়া নোটিস। যেখানে বলা হয়েছে, রবিবারের বদলে স্কুল বন্ধ থাকবে শুক্রবার।
জামতাড়া জেলায় ১ হাজার ৮৪টি প্রাথমিক স্কুল রয়েছে। এর মধ্যে ১৫টি উর্দু স্কুল হিসেবে রেজিস্টার করা রয়েছে। কিন্তু শিক্ষাদপ্তর স্থানীয় বাসিন্দা এবং গ্রাম শিক্ষা কমিটির চাপে আরও কয়েক ডজন স্কুলকে উর্দু বিদ্যালয়ের মর্যাদা দিতে বাধ্য হয়েছে বলে অভিযোগ। ফলে অনেক স্কুলেই রবিবারের বদলে শুক্রবার ছুটি থাকছে।