সবকিছু টুইটার আর ফেসবুকের বিবৃতি দিয়ে মাপা যায় না… ফেসবুকেঞ্জিওগণ বুঝে নিন – হিন্দু নির্যাতনের জের! দিল্লির ললিত কলা অ্যাকাডেমিতে বাংলাদেশি শিল্পী রোকেয়ার প্রদর্শনী স্থগিত

দিল্লিতে বাতিল হল বাংলাদেশি শিল্পী রোকেয়া সুলতানার প্রদর্শনী। এই প্রদর্শনীটি আগামী ২৩ শে অক্টোবর ললিত কলা অ্যাকাডেমিতে হওয়ার কথা ছিল। বাংলাদেশি শিল্পীর ১০০ টিরও বেশি শিল্পকর্ম, ৩৫ থেকে ৪০ টি ছবি, অ্যানিমেশন ভিডিও, চলচ্চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী হওয়ার কথা ছিল দিল্লিতে। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল, রোকেয়ার ৪০ বছরের জীবনকে উৎসর্গ করা। তাঁর প্রদর্শনীর যৌথভাবে আয়োজন করেছিল বেঙ্গল ফাউন্ডেশন অফ বাংলাদেশ ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস।

রোকেয়া শান্তিনিকেতনে কাজ করেছেন আইসিসিআর-এর স্কলার ছাত্রী হিসেবে। এছাড়াও, তিনি শিল্পী হিসেবে পেয়েছেন লালুপ্রসাদ সাউ, সনৎ কর ও সোমনাথ হোরের মতো শিক্ষকদের। বর্তমানে তিনি শিল্পী হিসেবে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছেন। তাঁর দিল্লিতে প্রদর্শনী বন্ধ হয়ে যাবার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিভিন্ন মহল থেকেও উঠেছে সমালোচনার ঝড়।
সিনিয়র বিজেপি সাংসদ ও আইসিসিআর এর সভাপতি ডক্টর বিনয় সহস্রবুদ্ধে প্রদর্শনী বন্ধ হওয়ার প্রসঙ্গে জানিয়েছেন, ‘নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।’ তবে ঠিক কি কারণে বন্ধ করা হল প্রদর্শনী, সেই বিষয়ে তিনি কিছু জানাননি। অন্যদিকে, বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা চৌধুরী জানিয়েছেন, ‘আশা রাখছি, নতুন তারিখ দেওয়া হবে। আমরা ইতিবাচক। প্রদর্শনীর জন্য আমরা অপেক্ষা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.