নোয়াডার কিশোর গল্ফ খেলোয়াড় অর্জুন ভাটি টুইট করেছেন যে তিনি দেশ ও বিদেশ থেকে যে ১০২ টি ট্রফি জিতেছিলেন কোরোনা সংকটে সহায়তা করার জন্য ১০২জনকে ট্রফিগুলো দিয়ে তাদের কাছে মোট ৪,৩০,০০০ টাকা এসেছিল। সেই টাকা ‘প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে’ দান করেন। আজ দেশের মানুষের বাঁচা উচিত, ট্রফিতো আবার আসবে।এই কথা শুনে তাঁর ঠাকুমার অশ্রুসজল নয়নে বললেন আমার নাতি সত্যি ই অর্জুন।
অর্জুনের ঠাকুমাও এক বছরের পেনশন অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্জুন সোশ্যাল মিডিয়ায় এই তথ্য দিয়েছেন। ১৫ বছর বয়সী অর্জুন গত ২০১৬ ক্যালিফোর্নিয়ায় জুনিয়র ওয়ার্ল্ড গল্ফ চ্যাম্পিয়ন- শিপ জিতেছিলেন। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৪ গল্ফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন।
2020-04-08