লকডাউনের মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা সোমবার জানিয়েছেন, লকডাউন ২১ দিনের পরেও বাড়তে পারে এমন খবরে তিনি বিস্মিত। এমন কোনও ভাবনাচিন্তাই নেই। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, তিনি লকডাইনের জন্য দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু করোনা জীবনমরণের প্রশ্ন বসেই তিনি লকডাউন করতে বাধ্য হয়েছেন। প্রসারভারতীও জানিয়েছে, লকডাউন আরও বাড়তে পারে বলে যে খবর ছড়ানো হচ্ছে তা ঠিক নয়। এমন খবরেই আতঙ্ক ছড়িয়েছে ভিন রাজ্যে থাকা শ্রমিকদের মধ্যে। ২২ তারিখে জনতা কার্ফুর পর ২৪ মার্চ থেকে দেশব্যাপী তিন সপ্তাহের লকডাউনের ঘোষণা করেছিলেন মোদি।
2020-03-30