সারা দেশে ন্যাশানাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি চালু করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে মঙ্গলবার তিনি একথা জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, এনআরসি না হলেও এপিআর (ন্যাশনাল পপুলেশন রেজিস্টার) করা হবে।
১৯৫৫ সালের সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী এনপিআর আপডেট করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই প্রক্রিয়ায় নাগরিকদের কাছ থেকে কোনও নথি সংগ্রহ করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অসমে এনআরসি প্রযুক্ত হয়েছে। সেই সূত্র ধরেই অমিত শাহ ঘোষণা করেছিলেন গোটা দেশ জুড়ে এনআরসি করা হবে। কিন্তু তা মোটেই ভালভাবে নেয়নি মানুষ। কোভিড পর্বের আগে পর্যন্ত দেশের নানা প্রান্তে এনআরসি নিয়ে বিক্ষোভ চলছিল। বিজেপি বিরোধী দলগুলি এই এনআরসিকে হাতিয়ার করেই মাঠে নেমেছিল। তার জন্য এ বছর বাংলা সহ পাঁচ রাজ্যের ভোটে যথেষ্ট বেগ পেতে হয়েছে গেরুয়া দলকে। তাই সেই পুরনো ভুল শুধরে নিতেই চাইছে কেন্দ্র। এর আগেও বলা হয়েছিল গোটা দেশে এনআরসি করা হবে না। অমিত শাহ নরেন্দ্র মোদীরা তেমন ঘোষণা করে দিয়েছিলেন। তবে লোকসভায় লিখিত জবাব দিয়ে নিত্যানন্দ রাই কেন্দ্রের সেই সিদ্ধান্তেই আনুষ্ঠানিক সিলমোহর দিলেন।