নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর প্রতিবাদে অগ্নিগর্ভ উত্তর-পূর্বের রাজ্য অসম| অচল-স্তব্ধ গুয়াহাটি, দিসপুর, তিনসুকিয়া, শিবসাগর প্রভৃতি জায়গা| জারি করা হয়েছে কারফিউ, বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবাও| নামানো হয়েছে সেনা| এমতাবস্থায় অসমের জনগণকে অভয় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় অসমে আমার ভাই ও বোনদের চিন্তার কোনও কারণ নেই, আমি তাঁদের আশ্বাস দিচ্ছি| প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন অসমীয়াদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না| বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় চিন্তার কোনও কারণ নেই, অসমে আমার ভাই ও বোনদের আশ্বস্ত করছি| আমি আশ্বস্ত করতে চাই-আপনাদের অধিকার, অনন্য পরিচয় এবং সুন্দর সংস্কৃতি কেউ কেড়ে নিতে পারবে না| ক্রমবর্ধনা ও বাড়তেই থাকবে|’ অপর একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘৬ নম্বর ধারা অনুযায়ী অসমীয়াদের রাজনৈতিক, ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার রক্ষায় সংবিধানে যে রক্ষাকবচ রয়েছে, তা রক্ষায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার এবং আমি|’ প্রসঙ্গত, শুধুমাত্র অসম নয়, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরাও| অসম ও ত্রিপুরার জন্য ৫০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে|
2019-12-12