লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাবাহিনীর সংঘর্ষে আহত ৭৬ জন জওয়ানই এখন আশঙ্কামুক্ত। এমনটাই জানানো হল সেনাবাহিনী সূত্রে। ভারতীয় সেনা (Indian Army) সূত্রে রাতে জানানো হয়েছে, গালওয়ান উপত্যকায় পিএলএ সৈনিকদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে ৭৬ জন ভারতীয় জওয়ান আহত হয়েছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত কোনও কোনও মহলে ধন্ধ ছিল যে কয়েকজন ভারতীয় জওয়ানকে আটকে রেখেছে চিন। এখনও পর্যন্ত কয়েক জন জওয়ান নিঁখোজ। কিন্তু সেনাবাহিনী সূত্রে বলা হয়েছে, এমন খবর সত্যি নয়। সেনার সংখ্যা গণনা করে দেখা গিয়েছে যে কেউ নিঁখোজ হননি।
সঙ্গে আরও জানানো হয়েছে, আহত ৭৬ জন জওয়ানের মধ্যে কারও অবস্থাই এখন আর সঙ্কটজনক নয়। আহতদের মধ্যে ১৮ জন লে-র হাসপাতালে ভর্তি রয়েছেন। আশা করা হচ্ছে তাঁরা ১৫ দিনের মধ্যে সুস্থ হয়ে তাঁদের নিজেদের বর্ডার পোস্টে ফিরে যেতে পারবেন। ৫৬ জন জওয়ান বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁরা এক সপ্তাহের মধ্যেই নিজের বাহিনীতে ফিরবেন বলে মনে করা হচ্ছে।লাদাখে ভারত-চিন সীমান্তে (Indo China Boarder) দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। দু’পক্ষের আহতের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু, ভারত ২০ জন চেনার মৃত্যুর কথা যেমন স্বীকার করেছে, আহত সৈনিকদের কথা জানানো হয়েছে সরকারিভাবে।
লাদাখের (Ladakh) গালওয়ান ঘাঁটিতে ভারত-চিন সেনার সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন সেনা মারা গিয়েছে পিপলস লিবারেশন আর্মির (Peoples Liberation Army)। এক মার্কিন সংবাদমাধ্যমের দাবি, সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩৫ জন চিনা সেনার। যদিও সরকারি হবে এখনও কিছুই জানায়নি শিং জিনপিংয়ের সরকার।