কয়েক দিন আগেই কেন্দ্রীয় খাদ্য দফতরের নাম করে একটি বিবৃতি বাইরে আসে। সেই বিবৃতিতে লেখা ছিল, কেন্দ্রীয় সরকার নতুন করে রেশন কার্ড তৈরি করছে। তারই জবাব দিলেন খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান। বললেন, পুরটাই গুজব। নতুন করে কোনও রেশন কার্ড চালু হচ্ছে না।
কেন্দ্রের ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্পের আওতায় নতুন করে রেশন কার্ড তৈরি হচ্ছে বলে একটি বিবৃতি সম্প্রতি বাইরে এসেছিল। সেই বিবৃতি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম মিলাস পাসোয়ান। জানিয়ে দিলেন, নতুন করে কোনও রেশন কার্ড হচ্ছে না।
কয়েক দিন আগেই কেন্দ্রীয় খাদ্য দফতরের নাম করে একটি বিবৃতি বাইরে আসে। সেই বিবৃতিতে লেখা ছিল, কেন্দ্রীয় সরকার নতুন করে রেশন কার্ড তৈরি করছে। এই কার্ডগুলি কেন্দ্রের ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্পের আওতায় হবে। তার জন্য বেসরকারি কিছু কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই এই পুরো প্রক্রিয়াটি করবে।
এর জবাবে মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান টুইট করে বলেন, “ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের আওতায় কোনও নতুন রেশন কার্ড তৈরি হচ্ছে না। এখনও পর্যন্ত যেসব রেশন কার্ড রয়েছে সেগুলিই ভর্তুকিযুক্ত চাল, ডাল, তেল, চিনি কেনার জন্য ব্যবহার করা যাবে। দেশজুড়ে সেই কার্ডকেই গ্রহণ করা হবে।” পরে সংবাদমাধ্যমের সামনে রাম বিলাস বলেন, কেউ বা কারা খাদ্যমন্ত্রকের নামে এই গুজব ছড়িয়েছিল। এই ধরনের কোনও পরিকল্পনা সরকারের নেই।
এই ভুয়ো খবরের ব্যাপারে ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কারা এই কাজ করেছে তার খোঁজ চলছে।
ইতিমধ্যেই গোটা দেশে চালু হয়েছে ডিজিটাল রেশন কার্ড। তারমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই রাজ্যে দু’রকমের রেশন কার্ড চালু হবে। যাঁরা ভর্তুকি নেবেন তাঁদের জন্য একরকম, আর যাঁরা ভর্তুকি নেবেন না তাঁদের জন্য একরকম। তারমধ্যেই ফের নতুন করে রেশন কার্ডের এই খবরে বিভ্রান্তি ছড়িয়েছিল মানুষের মধ্যে। খাদ্যমন্ত্রী টুইট করে জানিয়ে দিলেন, সবটাই গুজব। আগের মতোই রেশন কার্ড ব্যবহার করতে পারবেন সবাই।